Ticker

6/recent/ticker-posts

Ad Code

উগান্ডায় প্রার্থনারত অবস্থায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

 

উগান্ডায় উত্তরাঞ্চলের দুর্গম লামো বিভাগের একটি চার্চে বজ্রপাতে ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।


বজ্রপাতের সময় অনেক মানুষ চার্চে প্রার্থনা করছিলেন। ঠিক তখনই বজ্র তাদের ওপর আঘাত হানে। এতে ১৪ জন নিহত হওয়ার পাশপাশি অন্তত ৩৪ জন আহত হয়েছেন। নিহত-আহত কারও নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।


এ ব্যাপারে এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, ভিকটিমদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। শনিবার বিকেল ৫টার দিকে বৃষ্টি শুরু হওয়ার পর তারা প্রার্থনার জন্য জড়ো হন। সাড়ে ৫টার দিকে বজ্র আঘাত হানে।


বিবিসির তথ্য অনুযায়ী, ২০২০ সালে উত্তর-পশ্চিম উগান্ডায় বজ্রপাতে ১০ শিশুর মৃত্যু হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, এর পরের বছর ১৮ শিক্ষার্থী ও তাদের এক শিক্ষক বজ্রপাতে প্রাণ হারান।